ফেনীর দাগনভূঁঞা উপজেলার রাজাপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সম্মেলন-২০২০ মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে কোরাইশমুন্সি বাজারে মামুন প্লাজা সংলগ্ন মার্কেটের সামনে অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন দাগনভূঁঞা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জেলা পরিষদের সদস্য রাবেয়া আক্তার রাবু। এতে প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সংরক্ষিত আসনের সাবেক নারী সংসদ সদস্য জাহানারা বেগম সুরমা। বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান লায়লা জেসমিন বড় মনি, জেলা যুবলীগের সভাপতি দাগনভূঁঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন, দাগনভূঁঞা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন মামুন ও জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খাদিজা খানম রুনা।
জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মাওলার সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দাগনভূঁঞা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহীন মুন্সী, ফেনী জেলা পরিষদের সদস্য রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন বিএ, সিন্দুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. নুর নবী, রাজাপুর ইউপি চেয়ারম্যান আনম কাশেদুল হক বাবর, রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান, সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ভূঁঞা ও দাগনভূঁঞা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেসমিন আক্তার।
রাজাপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রোকসানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে দাগনভূঁঞা উপজেলা আওয়ামী লীগ নেতা মাষ্টার আবদুর রহমান, দাগনভূঁঞা উপজেলা যুবলীগের সহ-সভাপতি রেজাউল করিম মিন্টু, রাজাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুকসহ ইউনিয়ন পরিষদের সদস্য, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও বিভিন্ন ওয়ার্ডের বিপুল সংখ্যক নারী কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার নারীদের বিধবা ভাতা, মাতৃকালীন ভাতা, বয়স্ক ভাতাসহ কর্মক্ষেত্রে নারীর সমঅধিকার নিশ্চিত করেছেন। এছাড়াও বর্তমান সরকারের নেতৃত্বে দেশ মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। তাই এ সরকার বার বার দরকার।
বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি