ফেনীতে ক্ষুদে ফুটবলারদের নিয়ে দুই মাস ব্যাপী ফুটবল প্রশিক্ষণ শুরু হয়েছে। বুধবার (১৭ নভেম্বর) শহরের ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান। জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মামুনুর রশিদ মিলনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ডালিম।
প্রধান প্রশিক্ষকের দায়িত্বে রয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কোচ দীপক চন্দ্র নাথ ও সহকারি প্রশিক্ষক থাকবেন এসএম জেড সাগর চৌধুরী। জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় প্রশিক্ষণের আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ আমজাদ হোসেন বিপ্লব, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি গোলাম রাব্বানী, সদস্য মো. তৌহিদুল ইসলাম তুহিন ও নুরুল আফছার কবির শাহাজাদা।
বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি