মানবতার জয় হোক হাত রেখে হাত শীতার্তরা উষ্ণ থাকুক প্রতিটা রাত। এই নৈতিক শ্লোগানে মানবতার প্রতিধ্বনি নামে এক দোকানের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৮ ডিসেম্বর) নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার শিশু নিকেতন স্কুল এন্ড কলেজে এ দোকানের শুভ উদ্বোধন করেন কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রোকসানা বেগম। শিশু নিকেতন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মালেকের সভাপতিত্বে মানবতার প্রতিধ্বনি স্বেচ্ছাসেবী সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আসাদুজ্জামান পিয়াল এসময় সেখানে উপস্থিত থেকে সাংবাদিদের বলেন, প্রথমে আমরা কয়েকজন ফেসবুক গ্রুপ পেজের মাধ্যমে নিজেরাই প্রতিদিনের পরিশ্রমের ২ টাকা করে জমানো অর্থ দিয়ে মানবতার প্রতিধ্বনি স্বেচ্ছাসেবী সংগঠন তৈরি করি । পরবর্তীতে অনেক সমাজসেবা মুলক কাজ আমরা করি। ২০১৭ সালে এটি প্রথমে কিশোরগঞ্জে প্রতিষ্ঠিত করি। এখন ১৪ টি শাখায় প্রায় ৪’শর অধিক সদস্য রয়েছে। সকল সদস্যরা প্রতিদিনের ২ টাকা করে জমানো অর্থ দিয়ে,”২টাকার বিনিময়ে উষ্ণতার ছোঁয়া” অর্থাৎ অসহায় পথশিশুরা ২টাকা দিয়ে মানবতার প্রতিধ্বনির দোকান থেকে কম্বল কিনে তাদের শীত নিবারণ করবে।
তিনি আরো বলেন, ইতিপূর্বে রংপুর সদর উপজেলা শাখা ও সৈয়দপুর উপজেলা শাখার মাধ্যমে প্রায় ৪৫০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ সম্পন্ন করেছে আজ কেন্দ্রীয় শাখা কিশোরগঞ্জ এ হল,এর পর ধাপে ধাপে কিশোরগঞ্জ এর প্রতিটি ইউনিয়নে এই দোকান তৈরি করে ২টাকার বিনিময়ে কম্বল প্রদান করা হবে।”সেই সাথে শীতের ইভেন্ট শেষ হলে দ্রুত সকল শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রদান করা হবে। সকলের কাছে দোয়া চেয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।
বার্তা প্রেরক
মোঃ লাতিফুল আজম
নীলফামারী প্রতিনিধি