ফেনীর ফুলগাজী থানাধীন আনন্দপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ০৪ লক্ষ ৯৩ হাজার টাকা মূল্যের ৪৯৩ বোতল ফেনসিডিল উদ্ধারসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭। র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে র্যাব জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী ফেনীর ফুলগাজীর আনন্দপুর বাজার এলাকার মেসার্স আরাফাত ফার্মেসীর সামনে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত বুধবার দিবাগত রাত ২টায় র্যাব-৭ এর একটি আভিযানিক দল ওই স্থানে অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন ব্যক্তি একটি বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে দক্ষিণ আনন্দপুরের মৃত: আব্দুর রউফের ছেলে মো: হারুন (৩৮) এবং একই এলাকার মৃত: আব্দুল সাত্তারের ছেলে আব্দুল মোতালেব (৪০)কে আটক করে।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেখানোমতে নিজ নিজ দখলে থাকা ০২ টি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৪৯৩ বোতল ফেনসিডিল উদ্ধারসহ আসামীদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা দীর্ঘ দিন যাবত ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে বিভিন্ন কৌশলে ফেনীসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০৪ লক্ষ ৯৩ হাজার টাকা। র্যাব ক্যাম্প ফেনীর কোম্পানি কমান্ডার মো: জুনায়েদ জাহেদী (এএসপি) দুই মাদক ব্যবসায়ী আটকের সত্যতা স্বীকার করে বলেন,গ্রেপ্তারকৃত আসামী ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফেনী জেলার ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে।
বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি